সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ যার জন্য দীর্ঘ প্রতীক্ষা এখন তার জন্যই ঘটছে মৃত্যু। এবার ভ্যাক্সিন নেবার পর মৃত্যুর ঘটনার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি শহরের হাসপাতাল পাড়া এলাকায়। মৃতের নাম কৃষ্ণ দত্ত (৬৪)।
পরিবারের তরফ থেকে জানানো হয়, মৃত ব্যক্তি সকাল ১১ টা নাগাদ সোমবার ধূপগুড়ি গ্রামীন হাসপাতাল থেকে ভ্যাক্সিন নেন। এরপর তিনি বাড়িতে ফিরেই অসুস্থ হয়ে যান। বিকাল নাগাদ অসুস্থতা শুরু হয়। তারপর খানিকটা স্বাভাবিক থাকলেও মঙ্গলবার সকালে ফের শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
Sponsored Ads
Display Your Ads Hereএদিকে পরিবারের লোকের দাবী যে, আগে তিনি ভ্যাক্সিন নেওয়ার কথা বাড়িতেও কাউকে জানাননি। ভ্যাক্সিন নিয়ে যাবার পর অসুস্থ বোধ হওয়ায় পুরো বিষয়টি পরিবারকে বলেছেন। এই বিষয়টি হাসপাতালে জানানো হলে তারা মৃত ব্যক্তির সোয়াব সংগ্রহ করেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি হাসপাতাল সুত্রে জানিয়ে দেওয়া হয়, মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তর সুত্রে জানানো হয়েছে, “মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি সোয়াব সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ ভাবে খতিয়ে দেখা হচ্ছে”।