মিঠু রায়ঃ কলকাতাঃ এবার রাজ্যে পড়লো একসাথে জোড়া থাবা। এই প্রথম রাজ্যের মধ্যে কলকাতায় করোনাভাইরাস ও ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজন মহিলার।
জানা গেছে, গতকাল কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যু হয় ৩২ বছর বয়সী শম্পা চক্রবর্তী নামে একজন গৃহবধূর। শম্পা দেবী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। পরে শম্পা দেবী ব্ল্যাক ফাঙ্গাস অর্থাৎ মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে পড়েন। বিষয়টি ধরা পড়ার পরই শম্পা দেবীকে অ্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল। যা ব্ল্যাক ফাঙ্গাসের চিকিত্সায় রোগীদের দেওয়া হয়ে থাকে। তবে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “তার ব্ল্যাক ফাংগাসের জেরে চোখ মস্তিষ্ক, চোয়াল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হাসপাতালের তরফ থেকে জানা যায় যে, ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ে”। শম্পা দেবীর ১৩ বছরের একটি কন্যাও রয়েছে। কার্যত এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে।
এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, “ব্ল্যাক ফাঙ্গাসেই মৃত্যু হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে”।