চয়ন রায়ঃ কলকাতাঃ বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভে-দুঃখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সোনালী গুহ।
আর সোনালী গুহকে টিকিট না দেওয়ার প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, “সোনালী গুহ অসুস্থ তাই দাঁড়াতে পারবেন না”। এরপর তৃণমূলের এই মন্তব্যে পাল্টা জবাব দিয়ে সোনালী গুহ বলেছিলেন, “আমাকে দিদি একবার জিজ্ঞেস করতে পারতেন অথবা বলতে পারতেন এবার আমি তোকে টিকিট দিচ্ছি না”।
কিন্তু সোনালী গুহ বিজেপিতে যোগদান করলেও তাঁকে বিজেপি প্রার্থীও করেনি। আর এবার সোনালী গুহ দলে ফিরতে চেয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটের মাধ্যমে নিজের ভুল নিজের অনুতাপের কথা জানান। এর পাশাপাশি দলের ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধও করেন।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় জানালেন, “নেত্রী যা সিদ্ধান্ত নেবেন তাই হবে”। এদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, “রাজনীতি মানে মান-অভিমানের জায়গা নয়, যে যেখানে পারবে সে সেখানে গিয়ে থাকুক। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত”।