নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির রানহোলা এলাকায় রেস্তোরাঁয় মোমোর প্লেট ফেলে দেওয়া নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো ১৮ বছর বয়সী এক জন কিশোরের বিরুদ্ধে। নিহত ব্যক্তি ৪০ বছর বয়সী জিতেন্দ্র মেহতা মোহন গার্ডেন এলাকার বাসিন্দা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, রাতেরবেলা জিতেন্দ্রবাবু তিরঙ্গা চকের কাছে একটি রেস্তোরাঁয় গিয়ে মোমো খাচ্ছিলেন। এমন সময় দুর্ঘটনাবশত এক জন কিশোরের সাথে ধাক্কা লাগতেই মোমোর প্লেটটি মাটিতে পড়ে যায়। এই নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। আর বচসা চলাকালীনই জিতেন্দ্রবাবুকে ওই কিশোর রাগের মাথায় ছুরি দিয়ে কোপান।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এরপর জিতেন্দ্রবাবুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছেন। এর পাশাপাশি ছুরিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code