নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল দিল্লির রোহিণী এলাকায় শুধুমাত্র বেকারত্বের কারণে মাকে খুন করে আত্মঘাতী হয়েছে হতাশাগ্রস্ত ২৫ বছর বয়সী এক জন যুবক। ৭৭ পাতা জুড়ে মাকে খুন করা ও নিজের আত্মহত্যার কারণ লিখে গেছে। আত্মঘাতী যুবকের নাম ক্ষিতীশ।
সূত্রের ভিত্তিতে জানা যায়, বিধবা মা মিথিলেশকে নিয়ে দু’জনের সংসার ছিল। দু’ থেকে তিন দিন আগে মাকে খুন করে শৌচাগারে দেহ ফেলে রাখে। এরপর দু’দিন নিজেও বাড়ির বাইরে বের হয়নি। পরে গতকাল নিজের গলায় ছুরি বসান। এদিকে ক্ষিতীশের বাড়ি থেকে এক বিকট গন্ধ ভেসে আসতে এক জন প্রতিবেশী পুলিশকে ফোন করে বিষয়টি জানান।

তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে প্রথমে ওই যুবকের নিথর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। এরপরেই বাড়ির এ দিক-ও দিক ঘুরে শৌচাগারে পা রাখতেই সেখান থেকে মিথিলেশ দেবীর দেহ উদ্ধার করা হয়। আর ঘর থেকে একটি ৭৭ পাতার সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেই নোটের পাতায় পাতায় নিজের হতাশা এবং বেকারত্বের গ্লানির কথা লেখা রয়েছে।

ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য মৃতদের প্রতিবেশী সহ আত্মীয়-পরিজনদের জিজ্ঞাসাবাদ করছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code