নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গোপন সূত্রের ভিত্তিতে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ মাদক পাচারের অভিযোগে জড়িত এক জন যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্ত যুবকের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের দরবেশ মোড় থেকে ৩৪ বছর বয়সী বদরুজ্জামান নামে এক জন যুবককে গ্রেপ্তার করা হয়। বদরুজ্জামানের কাছ থেকে বাইক সহ দেড় কিলোগ্রাম আফিম, ১ কিলোগ্রাম ৯০০ গ্রাম হেরোইন ও ৩ কিলোগ্রামের কিছুটা বেশী পপি পাউডার পাওয়া গিয়েছে।
আর এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি এই মাদক পাচার চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটারও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রসঙ্গত উলেখ্য যে, প্রায় চার মাস আগে থেকেই পুলিশ ওই পাচারকারীকে ধরার চেষ্টা করছিল। অবশেষে সাফল্য মেলে।