গগন সিংঃ রাজস্থানঃ রাজস্থানের দৌসো জেলার উপখণ্ডে গো রক্ষা কমাণ্ডো ফোর্স একটি গোরুকে প্রাণে রক্ষা করলো।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গোরু ছাদে উঠে পড়েছিল। কিন্তু এরপর বেরোনো রাস্তা খুঁজে পেয়ে ছাদের ওপর এদিক-ওদিক ঘুরতে লাগলো। এরপর স্থানীয় একজন গোরুটিকে দেখার পর গো রক্ষা কমাণ্ডো ফোর্সের কাছে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামবাসীদের সহায়তায় দড়ি দিয়ে গোরুটিকে উদ্ধার করে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=lW3JW7xbHlI
এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।