নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ দুই মহিলাকে বলি দিতে পারলে প্রচুর টাকার মালিক হবেন। অর্থের অভাব থাকবে না। তান্ত্রিকের এই পরামর্শ অনুযায়ী ভগবৎনাথ সিংহ ও স্ত্রী লায়লা তেমন দুই জন মহিলার খোঁজ শুরু করে দেন।
অবশেষে জুলাই মাসে জেলা থেকে ৫০ বছর বয়সী রোসেলিন নামে এক জন মহিলাকে কেরলের এর্নাকুলাম থেকে অপহরণ করে বলি দিয়ে দেহ টুকরো করে একটি নির্জন জায়গায় গিয়ে পুঁতে দিয়ে আসেন। কিন্তু বিত্তশালী হতে গেলে তো আরো এক জনকে বলি দিতে হবে তাই আবার ফাঁদ পাতা শুরু করেন।
এরপর প্রায় দুই মাস পর সেপ্টেম্বর মাসে আবার পদ্মা নামে একজন লটারির টিকিট বিক্রেতাকে এর্নাকুলাম থেকে বাড়িতে নিয়ে এসে একই ভাবে খুন করার পর দেহ লোপাট করে দেন। পদ্মা নিখোঁজ হতেই পুলিশ তদন্তে নেমে প্রথমে তার মোবাইলের টাওয়ারের লোকেশন চিহ্নিত করার চেষ্টা করতেই মহম্মদ সফি নামে এক জন ব্যক্তির খোঁজ পান।
সফি পদ্মার মোবাইলটি ব্যবহার করছিলেন। তারপর সফিকে জেরা করতেই জানা গিয়েছে, ভগবৎনাথ এবং লায়লা মোটা টাকার বিনিময়ে প্রথমে রোসেলিন ও পরে পদ্মাকে অপহরণ করে নিয়ে এসে নিজেদের বাড়িতেই ওই দুই মহিলার গলার নলি কেটে খুন করে দেহ টুকরো করে আলাদা আলাদা জায়গায় পুঁতে রেখে আসেন।
সফির কাছ থেকে এই পুলিশ পুরো বিষয়টি জানতে পেরে ওই সিংহ-দম্পতির বাড়িতে হানা দিয়ে অপহরণ এবং খুনের অভিযোগে গ্রেফতার করেছেন। এছাড়া এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।