নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার খড়িকামাথানি এলাকায় গাছ থেকে উদ্ধার এক যুগলের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম সঞ্জয় মল্লিক। বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত কুস্তরিয়া গ্রামে। মৃত প্রেমিকার বাড়িও সাঁকরাইল থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকা সঞ্জয়ের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরিবারের তরফে সাঁকরাইল থানার পুলিশের কাছে অভিযোগ জানানো হয় যে, “মেয়ে প্রাপ্তবয়স্কা নয়। ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” এরপর পুলিশ নাবালিকাকে অপহরণের অভিযোগে মামলা রুজু করে খোঁজ শুরু করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে যুবকের খোঁজে গিয়ে পুলিশ সঞ্জয়ের মা টুনু মল্লিককে গ্রেফতার করে জেলা আদালত তুললে বিচারক দুই দিন পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেন। তারপর ফের আদালতে হাজির করানো হলে বিচারক আরো ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আর তারপরই সঞ্জয় প্রেমিকাকে নিয়ে আত্মঘাতী হয়। কিন্তু এই আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন।