নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের খুড়শি পঞ্চায়েতের দক্ষিণ পলাশী এলাকা থেকে উদ্ধার ১২ বছর বয়সী ১ কিশোর। স্থানীয় চাষীরাই প্রথম মৃতদেহটি দেখতে পান। মৃত বালক সৌরভ সেনাপতি। বাড়ি নৈপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরবেলা থেকে সৌরভ নিখোঁজ ছিল। এদিন সকালবেলা পরিবারের তরফে থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তার থলে বন্দি দেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, সৌরভ দুষ্টু স্বভাবের ছিল। হয়তো অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি থেকে কিছু জিনিসপত্র সরিয়েছিল। সেই রাগেই সৌরভকে প্রতিবেশী দম্পতি খুন করে হাত-পা ভাঙেন।

- Sponsored -
এরপর প্রমাণ লোপাটের জন্য গভীর রাতেরবেলা মৃতদেহ নাইলনের ব্যাগে ভরে পোক্তাপোল-দশগ্রাম গ্রাম সড়কের ধারে ফেলে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়ি-গাড়ি ভাঙচুর করেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রায় তিন ঘণ্টা পথ অবরোধের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর পাশাপাশি অভিযুক্ত দম্পতিকেও আটক করে খুনের কারণ জানতে জিজ্ঞাসাবাদ চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্ত দম্পতির আদি বাড়ি মাধবপুর গ্রামে। পারিবারিক সমস্যার জেরে দশ বছর আগে নৈপুরে শ্বশুর বাড়িতে এসে থাকতেন। এখানে ওষুধের ডিস্ট্রিবিউটরের দোকান রয়েছে।