নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর পোলবায় কাজ সেরে বাড়ি ফেরার পথে এক জন ট্র্যাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃতের নাম কৃষ্ণচন্দ্র মালিক। বয়স ৫৫ বছর। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, গতকাল কৃষ্ণচন্দ্রবাবুর উত্তরপাড়ায় ডিউটি ছিল। রাত ১০টা নাগাদ দিল্লি রোড ধরে উত্তরপাড়া থেকে দাদপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। কিন্তু পোলবা থানা এলাকার সুগন্ধায় গোটু ফুটবল মাঠের কাছে তার বাইকটির চাকা রাস্তার ধারে পড়ে থাকা স্টোনচিপ্সে পিছলে যেতেই কৃষ্ণচন্দ্রবাবু ছিটকে পড়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর কৃষ্ণচন্দ্রবাবুকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, “পাকা নর্দমা তৈরীর জন্য দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তাগুলির এক ধারে বালি-পাথর রেখে দেওয়া হচ্ছে। ফলে যেমন ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হচ্ছে, তেমন প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এই বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।”
Sponsored Ads
Display Your Ads Here