নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ ভোররাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার আন্দি বাজার এলাকাতে একটি দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কর্তব্যরত ১ সিভিক ভলান্টিয়ারের। আর আহত হয়েছেন আরো ১ জন সিভিক ভলান্টিয়ার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়ঞা থানার পুলিশ আহত দুই পুলিশ কর্মীকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা ৩৭ বছর বয়সী সিদ্ধার্থ ঘোষ নামে একজন সিভিক ভলান্টিয়াকে মৃত বলে ঘোষণা করেন। বাড়ি বড়ঞা থানা এলাকাতে। এছাড়া দুর্ঘটনাতে আহত আরো একজন সিভিক ভলান্টিয়ার দেবব্রত ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ওই এলাকাতে সিসিটিভি না থাকায় বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন গাড়ির ধাক্কাতে ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। তবে মনে করা হচ্ছে সিদ্ধার্থ ঘোষ ও দেবব্রত ঘোষ নামের ওই দুই সিভিক ভলান্টিয়ার কোনো ওভারলোডেড গাড়িকে আটকাতে গিয়ে ওভারলোডেড গাড়িটি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আপাতত পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনার পর পরই গাড্ডা গ্রাম থেকে আসা সাইকেলরত এক ব্যক্তি আন্দি বাজার এলাকাতে আসার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে একটি দোকানের ভিতর ঢুকে যায়। অজ্ঞাত পরিচিত আহত সাইকেল চালককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ লরিটিকে আটক করেছে।
Sponsored Ads
Display Your Ads Here