বোমা ফেটে প্রাণ হারাল ১ শিশু
রাজ খানঃ বর্ধমানঃ পর পর দুটি বোমার আওয়াজে কেঁপে উঠল বর্ধমানের রসিকপুর এলাকা। রসিকপুর ক্লাবঘরের পাশে রাখা বোমা ফেটেই ঘটে বিপত্তি। এই ঘটনার জেরে মারা যায় সাত বছর বয়সী ১ জন শিশু। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটির খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ সূত্রে জানা যায়, দু’জন কিশোর বাইরে খেলা করার সময় বল ভেবে খেলতে গিয়ে আচমকা ঘটনাটি ঘটে।
ওই দুই কিশোর নাম শেখ আফরোজ ও শেখ ইব্রাহিম। ঘটনাটি ঘটার পরই তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসক সূত্রে জানানো হয় যে, ” শেখ আফরোজের হাসপাতালেই মৃত্যু হয়। আর একজনের চিকিৎসা চলছে”।
এরপরেই ঘটনাস্থলে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ জেলা পুলিশের অ্যান্টি সাবোতেজ টিম এসে পৌঁছায়। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। পরিবারের তরফ থেকে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবী জানানো হয়েছে।