নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাঁচরাই এলাকায় স্ত্রীকে মেরে নিজেই আত্মহত্যা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলা হলেন ৩৫ বছর বয়সী মাহমুদা খাতুন আর মৃত ব্যক্তির নাম ৪৫ বছর বয়সী হাফিজুর রহমান।
জানা যায় যে, গতকাল তারা মৃত হাফিজুর রহমানের বাড়ি থেকে শিশুদের কান্না-কাটির আওয়াজ শুনতে পান। প্রতিবেশীরা বাড়িতে প্রবেশ করতেই ঝুলন্ত অবস্থায় হাফিজুর রহমানকে দেখতে পান। এরপরই পাশাপাশি ঘরের ভেতর থেকে ওই ব্যক্তির স্ত্রী মাহমুদা খাতুনের রক্তাক্ত দেহ নজরে আসতেই আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।
এলাকাবাসীদের ধারণা, ওই ব্যক্তি স্ত্রীকে খুন করে নিজেই আত্মঘাতী হয়েছেন। এলাকাবাসীদের কাছ থেকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এটি খুন নাকি নিতান্তই আত্মহত্যার ঘটনা তা পুরোপুরি খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।