নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের শান্তিনিকেতনের মোলডাঙ্গা এলাকায় বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে পাড়ার মধ্যেই নিখোঁজ হয়ে গেল ৫ বছর বয়সী এক শিশু। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শম্ভু ঠাকুর ও মমতা ঠাকুরের দুই ছেলের মধ্যে শুভম ছোটো ছেলে। শম্ভু পেশায় নাপিত। কর্মসূত্রে বেশীরভাগ সময় সেলুনে থাকেন। মমতা বাড়ির কাজকর্ম সামলানোর সঙ্গেই ছেলেদের দেখাশোনা করতেন। কিন্তু গতকাল শুভম পাড়ার দোকানে বিস্কুট কিনে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তন্ন তন্ন করে খুঁজেও কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেওয়া হলে বিশাল পুলিশ বাহিনী এসে লাগাতার কুকুর নিয়ে তল্লাশি চালালেও কোনোরকম খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ শিশুটির খোঁজ না পাওয়ায় পরিবার সহ এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।