মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের গাম্ভিরগাছি পশ্চিমপাড়া এলাকায় শিয়ালের কামড়ে আহত হয়েছে মেহবুল হোসেন নামে এক জন শিশু। এই মর্মান্তিক ঘটনায় গোটা পরিবার সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, সকালবেলা মেহবুল বাড়ির উঠোনে খেলা করার সময় হঠাৎই একটি শিয়াল এসে তাকে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মেহবুলের চিৎকার শুনে প্রতিবেশীরা লাঠি নিয়ে নিয়ে ছুটে আসতেই শিয়ালটি পালিয়ে যায়। এরপর মেহবুলকে রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে প্রাথমিক চিকিৎসার পরে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হলেও পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ না মেনে তাকে বাড়িতে ফিরিয়ে এনে ওঝাকে ডেকে ঝাড়ফুঁক করান। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হলে মেহবুলকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেরবেলাই মারা যায়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীরা শিয়ালের উৎপাতে একেবারে অতিষ্ঠ। আপাতত বেশ কয়েকজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। আবার অনেকে মারাও গেছেন। যদিও শিয়ালটিকে ধরতে ইতিমধ্যে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here