ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ গাড়ি আছে কিন্তু তাতে পেট্রোল না থাকায় এক ব্যক্তি পেট্রোলের জন্য হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন। কারণ বাড়িতে দু’দিনের সন্তানের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হয়ে চলেছে। সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারলে দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু পেট্রোল না পেলে হাসপাতালে সন্তানকে নিয়ে যাবেন কিভাবে?
এদিকে বাড়িতে পরিবারের সদস্যরা তার আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু ওই ব্যক্তি পেট্রোল না পেয়ে সব জায়গা থেকেই হতাশ হয়ে ফিরেছেন। শেষ পর্যন্ত যখন কোনো রকমে হাসপাতালে পৌঁছালেন তত ক্ষণে সব শেষ। এমনই এক করুণ চিত্র ধরা পড়লো শ্রীলঙ্কায়।
Sponsored Ads
Display Your Ads Here
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সময় পার হয়ে যাওয়ায় শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। যদি শিশুটির বাবা সময় মতো এক লিটার পেট্রল পেতেন তাহলে হয়তো সময় মতো শিশুটিকে হাসপাতালে নিয়ে আসতে পারতেন। আর শিশুটিকে বাঁচানো সম্ভব হত।
Sponsored Ads
Display Your Ads Here
এই পরিস্থিতির জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। কারণ গত দু’মাসেরও বেশী সময় ধরে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা খাদ্য, জ্বালানি সহ অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। যার জেরে দেশের নাগরিকরা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here