নিজস্ব সংবাদদাতাঃ ব্যুরো নিউজঃ নিউইয়র্কে আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন শহরবাসীকে সতর্ক করতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহে আচমকা করোনা সংক্রমণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় অত্যন্ত উদ্বেগ বেড়েছে।
শহরের স্বাস্থ্য কমিশনার চিকিৎসক অশ্বিন ভাসান জানান, “করোনা সংক্রমণ যে হারে বাড়তে শুরু করেছে ফলে আগের মতো পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য এখন থেকেই আমাদের আরো বেশী সতর্ক ও সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।”
এর জেরে প্রশাসনও করোনা সংক্রমণ থেকে বাঁচতে আবারও মাস্ক পরার নির্দেশ জারি করেছে। এর পাশাপাশি ভিড় এলাকা এড়াতে প্রয়োজনে ঘরের ভিতরেও মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে।
গত এক সপ্তাহে শহরে করোনা সংক্রমণের গড় হার ৫.১৮ শতাংশ। যা নিউইয়র্ক স্টেটের দশটি অঞ্চলের তুলনায় কম। কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে না যাওয়ার জন্য ইতিমধ্যে শহরবাসীদের আগাম সতর্ক করার কাজ শুরু হয়ে গেছে।