নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার ইংরেজবাজারের সুস্থানী মোড় এলাকায় এক জন প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ ব্যবসায়ী হলেন সুজাপুরের বাসিন্দা সফিকুল ইসলাম।
জানা গেছে, সফিকুলবাবু মোটরবাইক চালিয়ে সুজাপুর এলাকায় যাচ্ছিলেন। সম্ভবত বহু আগে থেকেই তাকে দুষ্কৃতীরা পিছু করছিল। সুস্থানী মোড়ের কাছে সফিকুলবাবুর মোটরবাইকের গতি একটু কমতেই দুষ্কৃতীরা সফিকুলবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। ফলে বামদিকে হাতের পাশে গুলি লাগতেই জাতীয় সড়কের ধারে লুটিয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে তাকে এলাকাবাসীরা উদ্ধার করে মালদার একটি বেসরকারী হাসপাতালে পাঠান। সেখানে দীর্ঘক্ষণের চেষ্টায় চিকিৎসকরা শরীরে বিঁধে থাকা গুলি বের করে আনেন। এদিকে ইংরেজবাজার থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে এসে সফিকুলবাবুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের সদস্যদের দাবী, “ব্যবসায়িক লেনদেন নিয়ে এক জন পার্টনারের সাথে বিবাদ চলছিল। এমনকি ওই পার্টনার খুনের হুমকিও দিয়েছিল। কিন্তু দিনদুপুরে এভাবে জাতীয় সড়কে শুট আউটের ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে আসছে।” তবে ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here