নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় মাতা মন্দিরের কাছে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো প্রায় ৪০ বছর বয়সী ভেঙ্কট ওরফে প্রসাদ রাও নামে এক জন ব্যবসায়ীর।
জানা গিয়েছে, ভেঙ্কটবাবু মাতা মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকাকালীন স্কুটিতে করে আসা দুই থেকে তিন জন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে ভেঙ্কটবাবু ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ভেঙ্কটবাবুকে এলাকাবাসীরা উদ্ধার করে খড়গপুর রেল হাসপাতালে নিয়ে গেলে ম়ৃত ঘোষণা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
খড়গপুর টাউন থানার বিশাল পুলিশবাহিনী গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে সমগ্র এলাকা ঘিরে ফেলে। মৃতের পরিবারের তরফ থেকে দাবী করা হয়েছে যে, সে একাধিক ব্যবসার সাথে যুক্ত ছিলেন। এদিন চেন্নাই থেকে খড়্গপুরে ফিরেছিলেন। সম্ভবত ব্যবসা সংক্রান্ত বিষয় শত্রুতা থেকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে পুলিশ সব দিক খতিয়ে দেখে সমগ্র বিষয়টির তদন্ত শুরু করেছেন। এর পাশাপাশি যত দ্রুত সম্ভব দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here