নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ আজ সকালে গাড়ি উল্টে মৃত্যু হলো ৩৭ বছর বয়সী তেলঙ্গানার বিধায়ক লাস্য নন্দিতার। লাস্য নন্দিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএসের (ভারত রাষ্ট্র সমিতির) বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে দলের সকল সদস্যরা শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, আচমকা লাস্য নন্দিতার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগতেই উল্টে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয়। আর গাড়ির চালকও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ১৩ ই ফেব্রুয়ারী লাস্য নন্দিতা নাকরাতপল্লী এলাকায় একটি পথ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু সে যাত্রায় অবশ্য অল্পের জন্য রক্ষা পান। তবে তাঁর দেহরক্ষী দুর্ঘটনায় প্রাণ হারান। প্রসঙ্গত, ১৯৮৬ সালে লাস্য নন্দিতার অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে জন্ম। ২০১৬ সাল থেকে রাজ্যের কবিড়াগুড়া পুরসভার পুরসদস্য হিসাবেই বিআরএসে রাজনৈতিক জীবন শুরু করেন। আর ২০২৩ সালের নভেম্বর মাসে তেলঙ্গানার বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসন থেকে জয়ী হন।
Sponsored Ads
Display Your Ads Here