অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পঞ্চসায়র থানা এলাকার নিউ গড়িয়া কোঅপারেটিভ আবাসনের ভিতরের রাস্তায় মোহনলাল ঘোষ নামে এক ব্যক্তি গাড়ি চালানো শিখতে গিয়ে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা চলে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে যাওয়া একটি মোটরবাইকে সজোরে ধাক্কা দিয়ে বাইকচালককে নিয়েই সামনে থাকা গাছে ধাক্কা মারে।
এতে গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এরপর স্থানীয়রা আওয়াজ পেয়ে ছুটে এসে হেলমেটবিহীন গুরুতর আহত বাইকচালককে গাড়ির নীচ থেকে উদ্ধার করে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সুনীলকুমার গড়াই। বয়স ৫১ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় বিজ্ঞানী সুনীলবাবু ওই আবাসনেরই বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে বিশাখাপত্তনমে থাকতেন। মাত্র দু’দিন আগেই বাড়ি ফিরেছিলেন। গতকাল সকালবেলা নিজেই বাইক চালিয়ে বাজার করতে গিয়ে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
তবে আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। যদিও ইতিমধ্যেই পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইকটিকে আটক করার পাশাপাশি মোহনলালবাবুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।
কিন্তু আবাসনের রাস্তায় একাধিক ব্যারিকেড থাকলেও দুর্ঘটনাটি কিভাবে ঘটে গেল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর আবাসনের সরু রাস্তায় যেখানে এলাকাবাসীরা যাতায়াত করেন সেখানে কোনো ব্যক্তি গাড়ি চালানো শেখে কিভাবে তা সত্যিই অবাক করা বিষয়।