মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ইছাপুরে বৃদ্ধার খুনের ৪৮ ঘণ্টার মধ্যে নোয়াপাড়া থানার পুলিশ ইছাপুরের লেনিননগরের বাসিন্দা অঞ্জন চৌধুরী নামে এক জন ভিখারিকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য যে, রবিবার রাতে ইছাপুরের নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকার বাসিন্দা সিক্তা চট্টোপাধ্যায় বাড়িতে একাই ছিলেন। কারণ জ্যোতির্ময় চট্টোপাধ্যায় সেনাবাহিনীতে কাজ করতেন। সেখান থেকে অবসরের পর ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
এমন সময় প্রতিবেশী এক মহিলা সিক্তা দেবী ঘরের দরজা খোলা অবস্থায় দেখে বৃদ্ধার বাড়িতে ঢোকেন। কিন্তু কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি মোবাইলে ফোন করেও কোনো উত্তর না পাওয়ায় সন্দেহের আঁচ পেয়ে পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় সিক্তাদেবীকে উদ্ধার করেন। গলায় ধারালো অস্ত্রের আঘাতও ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতেরবেলা পুলিশ অদন্তের মাধ্মে লেনিননগর বাড়ি থেকেই অঞ্জনকে গ্রেপ্তার করেছে। পুলিশী জেরায় জানা গিয়েছে যে, অভিযুক্ত সিক্তা দেবীর পূর্বপরিচিত। অর্থাৎ অঞ্জনের ছ’বছর আগে ট্রেনে একটি পা কাটা পড়ে। নকল পা কেনার জন্য ওই বৃদ্ধা অঞ্জনকে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রবিবার সেই টাকাই চাইতে গেলে সিক্তাদেবী অস্বীকার করতেই প্রথমে অঞ্জন শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এরপর ফলের ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করে সেখান থেকে পালিয়ে যান। আপাতত ধৃতকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশী হেফাজতে রাখা হয়েছে।