নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ সম্প্রতি হুগলীর রিষড়ায় কার্বাইন সহ দুই জনকে গ্রেফতার করার পর এবার ভদ্রেশ্বর থানার পুলিশ ও কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে ভদ্রেশ্বর থানার অন্তর্গত ডিভিসি খালপাড় থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি তাজা কার্তুজ সহ এক জন দুষ্কৃতীকে গ্রেফতার করেন।
কিন্তু কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সাথে রেখেছিল কেন তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ধৃত শ্যামবাবু রায়কে চন্দননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এও জানিয়েছে যে, ২০০৭ সালে ভদ্রেশ্বর থানাতেই শ্যামবাবুর নামে একটি খুনের মামলায় নাম ছিল। তবে এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ রয়েছে কি না তা এখনো অবধি স্পষ্ট না হওয়ায় সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, বীরভূমে বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কড়া নির্দেশ থেকেই পুলিশ প্রশাসন রাজ্যের সর্বত্র বেআইনী অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাতে থাকেন। আর একের পর এক আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীদের গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here