নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এবার অনলাইন প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খুঁইয়ে আত্মঘাতী হয়েছেন ৫০ বছর বয়সী শ্রীকান্ত ওঝা নামে একজন প্রৌঢ়। মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের মশাগাঁর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শ্রীকান্তবাবুর পারিবারিক অবস্থা ভালো। জমি-জমাও রয়েছে। নিজে জোগাড়ের কাজ করতেন। একটি স্টেশনারি দোকানও রয়েছে। কিন্তু প্রায় তিন বছর হলো অনলাইন বেটিং চক্রে জড়িয়েছিলেন। এর জেরে বেশ কিছু জমিজমাও বিক্রি করেছিলেন।
মৃতের পরিবারের এক সদস্য বলছেন, ‘‘কিছু দিন থেকেই আমরা শুনেছিলাম তিনি মোবাইলে কারোর সাথে কথা বলছিলেন। তার কাছে ৭ থেকে ৮ লক্ষ টাকা পাঠিয়েওছিলেন।’’ পাশাপাশি করোনা আবহের কারণে অসংখ্য মানুষ কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতির কারণে অনলাইনে সক্রিয়তাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
এদিন সকালবেলা বাড়ি থেকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থলে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। সাদা কাগজে লেখা আছে যে, শ্রীকান্তবাবু ১৭ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। এমনকি রাজ্যের যেকোনো থানার মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে বেশ কয়েকটি মোবাইল নম্বরও আছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানবকুমার সিংঘল বলেন, ‘‘আমরা সাধারণ মানুষকে অনলাইন প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সব সময় সতর্ক করি। লোকজনকেও সজাগ থাকতে হবে। তবে আপাতত এই ঘটনায় নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোট খতিয়ে দেখা হচ্ছে।’’