Indian Prime Time
True News only ....

রেললাইনে দুর্ঘটনার জেরে ব্যাহত রেল পরিষেবা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতেরবেলা লাইনচ্যুত হয়ে যাওয়া লোকাল ট্রেনের বগি দু’টিকে লাইন থেকে সরানোর কাজ চলছে। তবে সরিয়ে ফেলা হয়েছে মালগাড়ির বগিগুলিকে। দুর্ঘটনার জেরে রাত থেকেই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্ঘটনার প্রভাব পড়েছে ব্যান্ডেল-হাওড়া মেন লাইনেও।

রেল সূত্রে জানা গিয়েছে, রাতে লাইনচ্যুত ট্রেন সরানোর কাজের তেমন অগ্রগতি না হলেও বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত লোকাল ট্রেনের বগি দু’টিকে সরানোর কাজ শুরু হয়েছে। মালগাড়ির বগিগুলিকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মেন লাইনে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন ছাড়ছে মেমারি থেকে। মশাগ্রাম থেকে কর্ড লাইনের ট্রেন ছাড়ছে। দূরপাল্লার ট্রেনগুলিকেও অন্য রেলপথ দিয়ে পার করানো হচ্ছে। এর জেরে কাজের দিনে সকাল থেকেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে একটি আপ লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলিকে চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। সকাল ৯টা নাগাদ ডাউন মোকামা-হাওড়া প্যাসেঞ্জার ছেড়ে যায়। প্রায় ১০ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার জেরে দূরপাল্লার বিভিন্ন ট্রেন দেরিতে চলছে। উত্তরবঙ্গ থেকে আসা ডাউন ট্রেনগুলিকে কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন।বাতিল করা হয়েছে ডাউন কোল্ডফিল্ড এক্সপ্রেস, আপ এবং ডাউন মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস।

এছাড়া ডাউন শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস এবং শিয়ালদহ সিউড়ি মেমু বাতিল হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রাপথ। আপ এবং ডাউন হাওড়া-রাজেন্দ্রনগর জনশতাব্দী এক্সপ্রেসের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। বুধবার রাত থেকেই ঘটনাস্থলে উপস্থিত হাওড়া বিভাগের ডিআরএম মণীশ জৈন এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী। শক্তিগড়ে ডাউন ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত হওয়ায় হাওড়া-ব্যান্ডেল লাইনেও প্রভাব পড়েছে। আর এই ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয় বহু ট্রেন বাতিল করেছে। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored