চয়ন রায়ঃ কলকাতাঃ যেখানে মালদার বামনগোলায় দুই জন মহিলাকে বিবস্ত্র করার ঘটনায় গোটা রাজ্য উত্তাল আজ সেখানে যুব তৃণমূল গত তিন মাস ধরে চলা মণিপুরের ঘটনার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে। আর যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ কলকাতায় এই কর্মসূচীর নেতৃত্ব দেবেন।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ শে জুলাই ও ২৮ শে জুলাই যুব তৃণমূলের দলীয় নেতা-কর্মীরা রাজ্যের প্রতি জেলায় ব্লক ধরে ধরে পথে নামবেন। আর ৩০ শে জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্তে মণিপুরের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
ওই দিন যুব তৃণমূলের নেতা-কর্মীরা মোমবাতি হাতে পথে নামবেন। ওই রাজ্যটিতে মহিলাদের উপর নিয়মিত অত্যাচার, বিজেপি সরকারের ব্যর্থতা এবং এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতাকেও কাঠগড়ায় তোলা হয়েছে। এদিনও মণিপুরকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ কলকাতায় মিছিল হয়েছে।
মহিলা তৃণমূলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই মিছিল গড়িয়াহাট থেকে গোলপার্ক অবধি হয়। মিছিলে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ও মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম প্রমুখ হেঁটেছিলেন। এরপর দলীয় কর্মী-সমর্থকেরা মিছিল শেষে সেখানেই অবস্থানে বসেছিলেন।