নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ প্রবল বৃষ্টির মধ্যেই হুগলীর আরামবাগের মায়াপুরে কলকাতা-আরামবাগ দু’নম্বর রাজ্য সড়কে ২ বছর বয়সী শিশু লরির চাকায় জড়িয়ে গিয়ে মৃত্যুর কবলে পড়লো। এমনকি তার মামীমারও মৃত্যু হয়েছে। আর তার বাবাও মারাত্মকভাবে আহত হয়েছেন। মৃতরা হলো ২ বছর বয়সী শিশু আরেফিন খাতুন ও ৩০ বছর বয়সী মামীমা মানসী বেগম। বাড়ি তারকেশ্বরের চাঁপাডাঙ্গায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাকে ঘিরে হইচই পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আরেফিন খাতুনের মা আরামবাগ নার্সিংহোমে ভর্তি আছেন। সেও বাবা ও মামীমার সাথে বাবার স্কুটতে কযাচ্ছিল। কিন্তু বৃষ্টির জেরে কিছুক্ষণ মায়াপুরে দাঁড়িয়ে ছিলেন। এরপর বৃষ্টি থামতেই স্কুটি নিয়ে যেতে শুরু করেন। তবে মায়াপুর পার না হতেই পিছন থেকে তারকেশ্বর থেকে আরামবাগমুখী জলযাত্রীর একটি লরি বেপরোয়াভাবে এসে ধাক্কা মারে।
তারপরই সেই মর্মান্তিক পরিণতি ঘটে যায়। একদিকে স্কুটিতে থাকা আরেফিন অপরদিকে মানসী বেগম পড়ে আছে। আর লরিটি এক্কেবারে আরেফিনের উপর দিয়ে চলে যেতেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মারাত্মকভাবে জখম হন বাবা ও মামিমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার হরিণখোলা ক্যাম্পের পুলিশ। মানসি বেগমকে গুরুতর আহত অবস্থায় পুলিশের গাড়িতে করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়। জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই মহিলা। খবর পেয়ে চোখ জল নিয়ে ছুটে আসেন পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার জন্যই বারবার এই দুর্ঘটনা ঘটছে। পুলিশ দু’জনের দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে।
Sponsored Ads
Display Your Ads Here