ব্যুরো নিউজঃ আফ্রিকাঃ রবিবার উত্তর আফ্রিকার পূর্ব লিবিয়ায় আছড়ে পড়ে ‘ড্যানিয়েল’ ঝড়। এই ঝড়ের জেরে উপকূলীয় ডারনা শহর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি সহ বাতাহ, আল-মার্জ, আল-বায়দা, তোবরুকের মতো বেশ কিছু শহরেরও অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।
লিবিয়া সেনার মুখপাত্র আহমেদ মিসমারি জানিয়েছেন, ‘‘ডারনায় বেশ কয়েকটি নদীবাঁধ রয়েছে। ঝড়ের তাণ্ডবে তিনটি বাঁধ ভেঙে যাওয়ায় জলের তোড়ে বহু ঘর-বাড়ি ভেসে একেবারে সমুদ্রে পড়েছে। জল দশ ফুট অবধি উঠে যায়। আর এর জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর অন্তত ছয় হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। উল্লেখ্য যে, গত সপ্তাহেই গ্রিসে এই ড্যানিয়েল ঝড় আছড়ে পড়েছিল।’’
Sponsored Ads
Display Your Ads Here