পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার মহেশতলা থানার চন্দননগর এলাকার বজবজ ট্রাঙ্ক রোডে গ্যাস সিলিন্ডার বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ১ জন মোটরবাইক আরোহীর। আর গুরুতর আহত হয়েছেন মহম্মদ জিয়াউল খান নামে এক জন আরোহী। মৃত মোটরবাইক আরোহীর নাম আরিয়ান খান বয়স ১৮ বছর। জিয়াউল ও আরিয়ান উভয় চন্দননগরের বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন লরি এবং মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর জিয়াউলকে গুরুতর আহত অবস্থায় বেহালা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। একটি হাতে অস্ত্রোপচারও করা হয়েছে। এদিকে স্থানীয়রা লরিটিকে আটক করেন। আর মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর অভিযোগ করেন, “সম্প্রতি ওই এলাকায় বজবজ ট্রাঙ্ক রোড সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু অত্যন্ত ধীর গতিতে কাজ করা হচ্ছে।” অবশেষে সন্ধ্যা নাগাদ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে এসে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি লরিচালক ও খালাসিকে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here