ব্যুরো নিউজ: ইরাক: আচমকাই আজ ইরাকের রাজধানী মধ্য বাগদাদের তায়রন স্কোয়্যারের ব্যস্ত বাজারের মধ্যে আত্মঘাতী জঙ্গি হামলার ফলে প্রাণ হারালেন প্রায় ৭ জন। আহত হয়েছেন প্রায় ২০ জন। রক্তে ভেসে যায় পুরো এলাকা।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গিরা নিজের শরীরে বোমা লুকিয়ে রেখে ঘনবসতি ভরা বাজারে প্রচুর মানুষের মাঝে দাঁড়িয়ে বোমা বিস্ফোরণ করে। এছাড়া তদন্তকারী মনে করেছেন যে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠন এর দায় স্বীকার না করলেও ইসলামিক স্টেটের জঙ্গিরাই এর জন্য দায়ী। ২০১৭ সালে যৌথবাহিনীর নিরাপত্তারক্ষীরা ISIS জঙ্গিদের হারিয়ে বাগদাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর থেকে এই প্রথম আবার জঙ্গি হামলা।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারীরা এসে পৌঁছায়। প্রায় ৪০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।