অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্ট ভাঙড়ের আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) বিধায়ক নওশাদ সিদ্দিকীর কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার আর্জি মঞ্জুর করেছে। কিন্তু কি ধরণের নিরাপত্তা দেওয়া হবে, তা এখনো জানা যায়নি। কেন্দ্রের তরফে রিপোর্ট দিয়ে তা হাইকোর্টে জানানো হবে।
প্রসঙ্গত, গতকাল নওশাদ সিদ্দিকী কেন্দ্রীয় সরকারের কাছে জেড প্লাস ক্যাটাগরীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি ছিল। আর বিচারপতি জানান, ‘‘বর্তমানে পঞ্চায়েত ভোটের আবহে ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানকার বিধায়ক নিরাপত্তা পাবেন।’’
উল্লেখ্য যে, উত্তপ্ত ভাঙড়ে অশান্তির জেরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের পরিস্থিতি নিয়ে ভাঙড়বাসীর নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে নবান্নে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা পাননি। ফলে নবান্ন থেকে বেরিয়ে বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি।’’
এছাড়া নওশাদ সিদ্দিকী কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হয়ে রাজ্যের পুলিশমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী জানিয়ে বলেছিলেন, ‘‘আমাকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। এর আগেও আমি রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়ে পাইনি। এবার নিরাপত্তার জন্য কেন্দ্রের দ্বারস্থ হব।’’
আর এদিন হাইকোর্টের নির্দেশের পর জানিয়েছেন, ‘‘প্রথমে আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমাকে নিরাপত্তা দেওয়া হোক। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এরপর কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চেয়েছিলাম। তবে কেউ আমার কথায় কান দেয়নি। বিধায়কের ন্যূনতম যে নিরাপত্তা পাওয়ার কথা, তাও আমাকে রাজ্য দেয়নি। তাই বাধ্য হয়েই নিরাপত্তার কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম।’’