এবার সেন্ট্রাল পার্কে মৃত্যু হলো প্রায় ২০০ কাকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ইতিমধ্যে কেরল, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। 

আর এবার সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, এবার দিল্লির ময়ূর বিহার সেন্ট্রাল পার্কে গত এক সপ্তাহে ২০০ টি কাক মরে গেছে। যার জেরে পার্কটি স্যানিটাইজ করে সাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে। গতকাল ৫ টি কাকের দেহ পরীক্ষার জন্য জলন্ধরে পাঠানো হয়েছে। আর আজও প্রায় ২০টি কাক মারা গেছে।


উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নির্দেশে ময়ূর বিহারের সেন্ট্রাল পার্কে কুইক রেসপন্স টিম পাঠানো হয়েছিল। সেখানে ১৭টি মৃত কাকের মৃতদেহ উদ্ধার হয়। মধ্যপ্রদেশের ভোপাল এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইসিকিউরিটি অ্যানিমেল ডিজিজে কাকেদের দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর বাকি কাকগুলিকে মাটির অনেকটা গভীরে সমাধিস্ত করা হয়েছে।

শুধু সেন্ট্রাল পার্কেই নয় দ্বারকার ডিডিএ পার্কে দু’টি ও পশ্চিম জেলার হাসত্সাল গ্রামের একটি পার্কে ১৬টি কাকের মৃত্যু হয়েছে।


তবে পশুপালন বিভাগের তরফ থেকে কাকের মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওইয়া যায়নি।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930