চয়ন রায়: শেষমেশ আজ বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। এইদিন রাজ্য বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় বিধানসভার সচীবের কাছে তিনি ইস্তফাপত্র জমা দেন।
২০১৬ সালে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস বিধায়ক পদে নির্বাচিত হয়েছিলেন। প্রথমে শুভেন্দু হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা এইচআরবিসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তারপর পরিবহণ মন্ত্রীত্ব সহ বাকি ২ মন্ত্রীত্বের দফতর থেকে ইস্তফা দেন। তারপরে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ ত্যাগ করেন তিনি।
Sponsored Ads
Display Your Ads Hereতাঁর এইচআরবিসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক জল্পনা। এখন তাঁর রাজনৈতিক জীবন কোন দিকে মোড় নেবে তারই অপেক্ষায় রয়েছে সমগ্র রাজনৈতিক শিবির। বর্তমানে তিনি কোন পরিকল্পনা গ্রহণ করবেন সেটাই এখন সবথেকে বড়ো প্রশ্ন।