রায়া দাসঃ কলকাতাঃ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধন হচ্ছে। আর এই তিনটি রুটের মধ্যে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুট ঘিরে সবথেকে বেশী আগ্রহ তৈরী হয়েছে। এতদিন অবধি হাওড়া ময়দান থেকে এসপ্লানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলত। এবার এসপ্লানেড এবং শিয়ালদহ জুড়ে যাচ্ছে। ফলে হাওড়া থেকে মেট্রোয় চেপে সোজা সেক্টর ফাইভে পৌঁছে যাওয়া যাবে। এতে অফিস যাত্রীদেরও সুবিধা হবে। এবার ওই রুট সহ সব নতুন রুটের সময়সূচী প্রকাশ্যে এসেছে।
দেখে নেওয়া যাক কোন রুটে ট্রেন চলবে কখন-
হাওড়া ময়দান-সেক্টর ৫ঃ সকালবেলা ৬ টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। রাতেরবেলা ১০টা ১৯ মিনিট অবধি মেট্রো চলবে।
বেলেঘাটা-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): সকালবেলা ৮টা প্রথম মেট্রো ছাড়বে। রাতেরবেলা রাত ৮টা ২৮ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।
Sponsored Ads
Display Your Ads Hereনোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দরঃ সকালবেলা ৭টা ৫৮ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। রাতেরবেলা ৮টা ১০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।
অর্থাৎ হাওড়ার অফিস ফেরত যাত্রীরা সহজেই মেট্রো ধরে বাড়ি ফিরতে পারবেন। আবার সকালবেলা অফিস পৌঁছাতেও কোনো অসুবিধা হবে না। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গতকাল বিকেলবেলা নরেন্দ্র মোদী মেট্রো উদ্বোধন করার পরই হাওড়া ময়দান-সেক্টর ৫ মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। সন্ধ্যাবেলা ৬টা ৩০ মিনিটর পর ওই লাইন খুলে দেওয়া হবে। এছাড়া আগামী সোমবার অর্থাৎ ২৫ শে আগস্টের পর থেকে বেলেঘাটা-রুবি ও নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর রুট খুলবে। আপাতত শনিবার এবং রবিবার এই দুটি লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here