নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ ভুটানে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় আলিপুরদুয়ারে ধ্বংসলীলা শুরু হয়েছে। একাধিক নদী ফুঁসছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা জলের তলায় তলিয়ে গেছে। জলের প্রবল স্রোতে অনেক চা বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।
এছাড়া এশিয়ান হাইওয়ের ৫০ মিটার রাস্তা ভেসে গেছে। আন্তর্জাতিক এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়েছে। তাছাড়া ভারত ও ভুটান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু রাস্তা বিপজ্জনক অবস্থায় রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে গতকাল রাতেরবেলা থেকে অবিরাম বৃষ্টিতে নদ-নদীর জল উত্তাল হয়ে রয়েছে। কোচবিহারের তোর্সা নদীর প্রবল স্রোতে এক ব্যক্তি ভেসে গিয়েছে। মাদারিহাটে ওয়াংদি নদীর প্রবল স্রোতে এক জন ব্যক্তি ভেসে গিয়েছিল। পরে পাঁচ কিলোমিটার দূরে মৃতদেহ পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
শিশুবাড়ি-মাদারিহাট এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া মুজনাই নদীর জলে একটি আইসিডিএস কেন্দ্র ডুবে গিয়েছে। জলদাপাড়া জাতীয় বনাঞ্চলে রাজ্য সরকারের পর্যটন বাংলোতে হুলুং নদীর জল ঢুকে পড়ায় অনেক পর্যটক আটকে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে লাল সর্তকতা জারি করা হয়েছে। এমনকি ২০০ মিলিমিটার বা প্রবল বৃষ্টি হতে পারে। পাশাপাশি কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা এবং মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।