নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ নির্বাচনের আগেই কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়া কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এসেছে। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তৃণমূল দিনহাটা দুই নম্বর ব্লকের শুকারুরকুঠি, চৌধুরীহাট, নয়ারহাট, বামনহাট ও কোচবিহার এক নম্বর ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিজেদের দখলে পেল।
এই জেলায় ২ হাজার ৫০৭টি গ্রাম পঞ্চায়েতের আসন আছে। এর মধ্যে ১৪৬টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বীতা না থাকায় নির্বাচন হচ্ছে না। একই কারণে পঞ্চায়েত সমিতির ৩৮৩টি আসনের মধ্যে ১৭টি আসনেও প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে না। এর পাশাপাশি জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে একটি আসনে ভোট হচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here
তাই নির্বাচনের আগেই তৃণমূল কর্মী-সমর্থকরা গ্রাম পঞ্চায়েত জয়ের আশায় আনন্দে মেতে উঠেছেন। এদিন শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রার্থীদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। আর তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা আবীর খেলায় মেতে ওঠেন। এরপর ওই প্রার্থীদের নিয়ে শুকটাবাড়ি এলাকায় একটি মিছিল করে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ‘‘তৃণমূল দিনহাটা দুই নম্বর ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত, চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত, বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কোচবিহার এক নম্বর ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here