উত্তর চব্বিশ পরগণাঃ ২০২১ এর নির্বাচনের আগে শুরু হয়েছে দলবদলের পর্ব। শুভেন্দু অধিকারী ও জিতেন্দ্র তিওয়ারির পর এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুর বিধায়ক শীলভদ্র দত্ত। বর্তমানে তিনি দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলত্যাগের বিষয় নিয়ে চিঠিও পাঠিয়েছেন। তবে দলত্যাগের কোনো কারণ তিনি চিঠিতে উল্লেখ করেননি।
সম্প্রতি ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত বেসুরো কথাও বলছিলেন। তবে দল ত্যাগ করলেও তিনি বিধায়ক পদ এখনই ছাড়ছেন না। অতি সম্প্রতি তিনি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন। সেদিন তাঁর রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে “তিনি নির্বাচনে দাঁড়াতে পারেন আবার রাজনৈতিক জীবন ছেড়েও দিতে পারেন। তবে তৃণমূলের হয়ে কাজ করবেন না”।
Sponsored Ads
Display Your Ads Hereসেদিনের বৈঠকে্র পর তিনি বিজেপিতে যোগদান করবেন কিনা সেই নিয়ে কিছু মন্তব্য করেননি। তবে তাঁকে ঘিরেও জল্পনার শেষ নেই রাজনৈতিক মহলে। তাই এবার ব্যারাকপুরের বিধায়ক বিজেপিতে যোগ দেবেন কিনা সেটা দেখা শুধু সময়ের অপেক্ষা।