মিনাক্ষী দাসঃ চলতি বছর ২২ শে এপ্রিল ভারতীয় সময় ভোরবেলা ৫টা ১৫ মিনিটে দেবগুরু বৃহস্পতি নিজ রাশি মীন হইতে মেষ রাশিতে গমন করেছে। ২২ শে এপ্রিলের পূর্বেই মেষ রাশিতে রবি, বুধ ও রাহু অবস্থান শুরু করে। শাস্ত্র মতে বৃহস্পতি দেবগুরু, রাহু দৈত্য মানসিকতায় চণ্ডাল, বৃহস্পতি এবং রাহুর একই রাশি ও একই নক্ষত্রে আগমনে গুরু চণ্ডাল যোগ সংগঠিত হতে চলেছে। যা শাস্ত্র মতে অশুভ যোগ।
আগামী ৩০ শে অক্টোবর অবধি রাহু মেষ রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি কম-বেশী এক বছর অবস্থান করবে। সুতরাং এই অশুভ যোগের প্রভাবের সম্ভাবনা কম-বেশী রাহু বৃহস্পতি একত্রে মেষ রাশিতে অবস্থান করার কাল পর্যন্ত অধিক ফল দান করবে একই নক্ষত্রে অবস্থান কালে।
Sponsored Ads
Display Your Ads Here
আগামী ২৭ শে মে রাহু বৃহস্পতি একই ডিগ্রীতে অবস্থান করবে (মেষ রাশির ৮ ডিগ্রি অশ্বিনী নক্ষত্রে)। আর আগামী ২২ শে জুন বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে গমন করবে। অশুভ গুরু চণ্ডাল যোগ সৃষ্টিতে গ্রহের প্রভাবের সাথে রাশির এবং নক্ষত্রের প্রভাবও লক্ষ্য করা যায়। তবে মেষ রাশি মঙ্গলের রাশি হওয়ায় মঙ্গলের সক্রিয় প্রভাব থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here