নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার চাঁচলের সামসি কলেজ লাগোয়া মাঝি পাড়া এলাকায় বাড়ির পাশের আম বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম প্রেমচাঁদ মাঝি। বয়স ৩৯ বছর। এলাকায় একটা লটারীর দোকান ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, “প্রেমচাঁদকে খুন করা হয়েছে।”

পরিবার সূত্রে খবর, গতকাল রাতেরবেলা সাড়ে ৯টার পর থেকে প্রেমচাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশপাশের এলাকাতেও অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি। অবশেষে এদিন প্রেমচাঁদের বাড়ির পাশের আমবাগান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরেও ধস্তাধস্তির চিহ্ন রয়েছে।

এলাকাবাসীদের কথায়, “বডি দেখেই মনে হল কেউ খুন করেছে। এমনি ছেলেটা খুবই ঠান্ডা মেজাজের ছিল। কোনোদিন কারোর সঙ্গে ঝামেলায় জড়াতে দেখিনি। এরকমই একটা ছেলের যে কোনো শত্রু থাকবে সেটা ভাবাই যায় না।” চাঁচল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রেমচাঁদের পরিবারের সদস্যরা সহ এলাকাবাসীরা দোষীদের যথাযথ শাস্তির দাবী করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here












