পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ জলের অপর নাম জীবন। এবার এই জলই তরতাজা প্রাণ কেড়ে নিল। আজ দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের রামকান্তপুরে খাবার জল আনতে গিয়ে ১ তরুণের বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃতের নাম অনীশ ঘোড়ুই। বয়স ২২ বছর। অনীশের মৃত্যুতে পরিবারে শোকের করাল ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতেরবেলা থেকে চলা বৃষ্টিতে চারদিকে জল জমে ছিল। এদিন দুপুরবেলা অনীশ সেই জমা জল পেরিয়ে কলে জল আনতে যায়। আর সেখানে গিয়েই বিদুৎস্পৃষ্ট হয়। প্রতিবেশীরা দেখামাত্র তাকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অনীশের বাবা সঞ্জিত ঘোড়ুই বলেন, “ছেলেটা সকালে জল আনতে গিয়েছিল। সোলার সিস্টেমের ছাউনি খুলে নিয়েছিল। আর সারারাত বৃষ্টির জল পড়ে ওইটা পুরো কারেন্ট হয়েছিল। ছেলেটা জল আনতে গিয়ে সুইচ দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ যা ঘটনা ঘটলো আমাদের সাথে। আর কোনো মা-বাবাকে তার যেন সন্তানকে হারাতে না হয়।”
Sponsored Ads
Display Your Ads Here