অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দক্ষিণ কলকাতায় এক গেস্ট হাউজে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক। জানা যাচ্ছে, আজ দুপুরেই লেক গার্ডেন্সের ওই গেস্ট হাউস উঠেছিল যুবক-যুবতী। আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান আশপাশের লোকেরা। সূত্র মারফত জানা যাচ্ছে, নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। তার আগে ওই যুবক বান্ধবীর তলপেটে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে। মৃত ওই যুবকের নাম রাকেশ সিং। বাড়ি বজবজে। সঙ্গে যে যুবতী গিয়েছিল, সেই যুবতীও বজবজেরই বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ওই গেস্ট হাউজ়ে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা। খাস কলকাতার বুকে গেস্ট হাউজ়ে গুলি চলার ঘটনার শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ডিসি ডিডি স্পেশাল বিদিত রাজ ভূদেশ। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাসও ঘটনাস্থলে গিয়েছেন। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার একটি টিম এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি টিমও পৌঁছে গিয়েছে গেস্ট হাউজে।
পুলিশ সূত্রে খবর, আজই দুপুর দুটো নাগাদ ওই গেস্ট হাউজ়ে ঢুকেছিল ওই দুই জন। গেস্ট হাউজ়ের তিন তলার একটি ঘরে উঠেছিল দু’জন। এরপর বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ গেস্ট হাউজ়ের কেয়ারটেকার গুলি চলার শব্দ পান। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় গেস্ট হাউজের রিসেপশনে ছুটে আসেন যুবতী। জানান, ওই যুবক তাঁর তলপেটে গুলি করেছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রথম গুলি চলার কিছুক্ষণের মধ্যেই আরও একটি গুলি চলার শব্দ শোনা যায়। গেস্ট হাউজ়ের তিন তলার ওই ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল রাকেশ।