ব্যুরো নিউজঃ কিউবাঃ গাঢ় নীলচে রঙের এই প্রজাতির কাঁকড়াবিছে বিচিত্রময় হলেও খুবই বিষাক্ত। এই ধরণের কাঁকড়াবিছে কিউবায় পাওয়া যায়। কিন্তু এই কাঁকড়াবিছে সাধারণ কাঁকড়াবিছের মতো নয়। এই কাঁকড়াবিছের বিষ মহামূল্যবান।
 
জানা গিয়েছে, এই কাঁকড়াবিছের এক লিটার বিষের দাম ৭৫ কোটি টাকা। যা তাইল্যান্ডের শঙ্খচূড়ের বিষের তুলনায় দ্বিগুণ বেশী। কারণ তাইল্যান্ডের শঙ্খচূড়ের এক লিটার বিষের দাম ৩০ কোটি টাকা। এই কারণেই নীল কাঁকড়াবিছের বিষকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয়।
Sponsored Ads
Display Your Ads Here 
এই কাঁকড়াবিছের বিষ সবচেয়ে মহামূল্যবান কারণ এই বিষ থেকে ভিডাটক্স নামের একটি ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যানসারের চিকিৎসায় ব্যবহার হয়। এই বিষে পঞ্চাশেরও বেশী যৌগ পাওয়া যায়। এখনো অবধি যার মধ্যে খুব কম চিহ্নিত করা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here 
ইজরায়েরেল তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেরল গুরেভিজ জানিয়েছেন, “এই কাঁকড়াবিছের বিষে এমন কিছু যৌগ আছে যেগুলি প্রাণঘাতী রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। এর পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কাজে লাগে”।
Sponsored Ads
Display Your Ads Here 
এই বিষের গুণাগুণ প্রকাশ্যে আসতেই বিপুল পরিমাণে চাহিদা বেড়ে গেছে। এই বিষ থেকে আরো কোনো দুরারোগ্য ব্যাধির ওষুধ বানানো যায় কিনা তা নিয়ে প্রতিনিয়ত গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছে।
 
				
 
				 
								 
															













