নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ অবশেষে সাগর রানা হত্যার মামলার জেরে দিল্লি পুলিশ অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে দিলো।
উল্লেখ্য যে, গত ৪ ঠা মে প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ২৩ বছরের সাগর রানা ছত্রশাল স্টেডিয়ামের পার্কিং জোনে খুন হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভ ফুটেজ ও অন্যান্য সূত্র থেকে পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সুশীল কুমারের প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পায়।
Sponsored Ads
Display Your Ads Hereআজ দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, ২০১২ সালে সুশীল কুমারকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু সাগর রানা হত্যা মামলায় তদন্তের সময় ক্রাইম ব্রাঞ্চ সুশীল কুমারের আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছিল।
Sponsored Ads
Display Your Ads Hereদিল্লি পুলিশার যুগ্ম কমিশনার ওপি মিশ্র জানিয়েছেন, “গ্রেপ্তার হওয়া কুস্তিগীর সুশীল কুমারের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। আর ইতিমধ্যে পাকাপাকিভাবে লাইসেন্স কেড়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। এছাড়া সুশীল কুমারের “আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রদ করা হবে না কেন? এটা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে”।