চয়ন রায়ঃ পূর্ব মেদিনীপুরঃ এবার বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। লড়াই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর।
বাংলার নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ ঘাসফুল বনাম পদ্মফুল হলেও নন্দীগ্রামে ঘাসফুল বনাম পদ্মফুলের লড়াইটা একেবারেই আলাদা। কারণ এখানে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে হচ্ছে।
https://www.youtube.com/watch?v=Qfp2NLo7Jn8
Sponsored Ads
Display Your Ads Hereআজ যখন একদিকে নন্দীগ্রামে টানটান উত্তেজনায় গণতন্ত্রের সবচেয়ে বড়ো উৎসব ভোটগ্রহণ হচ্ছে তখন অপরদিকে শুভেন্দু অধিকারীর জয়ের কামনায় শুভেন্দু পন্থীরা পূর্ব মেদিনীপুরের অন্যতম এগরা শ্মশান কালী মন্দিরে পুজো দিলেন। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয় যুক্ত হওয়ার আহ্বানে সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকরা পূজা অর্চনা শুরু করেন। পূজা-অর্চনা দেন এগরার বিজেপি নেতা জয়ন্ত সাহু।