নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ আজ বিকেলবেলা ছত্রিশগঢ়ের মুঙ্গেলিতে একটি ইস্পাত কারখানায় চিমনি ভেঙে পড়ে বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায়।
জানা যাচ্ছে, আচমকা শ্রমিকরা কাজ করাকালীন লোহার তৈরী একটি বিশাল গম্বুজাকৃতি চিমনি ভেঙে পড়ে। তখন অনেকেই চিমনির ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। পুলিশও এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আর ধ্বংসস্তূপের ভিতরে যারা আটকে আছেন, উদ্ধারকারীরা তাদের তৎপরতার সাথে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর দু’জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিলাসপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। জেলাশাসক রাহুল দেও জানান, ‘‘পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকাজ চলছে। মনে হচ্ছে, চিমনির ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছেন।’’ কমপক্ষে ত্রিশ জন চিমনির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here