মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ দীর্ঘ লকডাউনের পর হাওড়ায় ফের তিন মাস বন্ধ থাকা কারখানা অবিলম্বে খোলার দাবীতে গতকাল জুটমিলের শ্রমিকেরা জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
চটকল সূত্রে জানা গিয়েছে, গত ১১ ই ফেব্রুয়ারী সকালবেলা জুটমিলের কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে জানায়, বিদ্যুতের বিল না মেটানোয় সংযোগ কেটে দেওয়া হয়েছে। তাই জুটমিল বন্ধ করতে হয়েছে। এর জেরে প্রায় ২ হাজার ৬০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
শ্রমিকদের তরফ থেকে অভিযোগ ওঠে, ‘‘কর্তৃপক্ষ শুধু বিদ্যুতের বিল বকেয়া থাকার কারণে জুটমিল বন্ধ করে দিতে পারেন না। এর পিছনে অন্য উদ্দেশ্য আছে। বারবার কর্তৃপক্ষের কাছে বলেও কোনোরকম লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই পথ অবরোধ করেছেন।’’
পুলিশ বিক্ষোভ সরিয়ে দিতে গেলে বিক্ষোভকারীদের সাথে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয়। শেষে বিশাল পুলিশবাহিনী গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।