অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ২১ শে জুলাইয়ের আয়োজনে কোনো কমতি নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের জন্য অস্থায়ী বাসস্থান তৈরী হয়েছে। কেউ কেউ তো দিন তিনেক ধরে সেখানেই রয়েছেন। আজ বীরভূম থেকে আগত এক জন তৃণমূল কর্মী জানান, ‘‘এখানে ওষুধ দিচ্ছে, জল দিচ্ছে, স্নানের জায়গা করে দিয়েছে। বাথরুমও রয়েছে। আয়োজন খুবই ভালো। সকালে ডিম খাইয়েছে। একটা নয়, ডবল-ডবল। যত চাইছে তত পাচ্ছে।’’
এবার এই কর্মী-সমর্থকরা খাবার খেয়েই ধর্মতলার দিকে রওনা দেবেন। অন্যদিকে, সাতসকালে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে খাওয়া-দাওয়ার ব্যবস্থা নজরে এসেছে। একুশে জুলাইয়ের সভায় উপস্থিত হওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে বহু কর্মী-সমর্থকরাও সেখানে জড়ো হয়েছেন। এদিন সকালবেলা তারা ভাতের সঙ্গে সেদ্ধ ডিম ও আলুর তরকারী খেয়েই ধর্মতলার দিকে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই সেখানে বিপুল জনস্রোত পৌঁছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শুরু হবে।
তবে যারা অস্থায়ী ক্যাম্পগুলিতে রয়েছেন তাদের পাশাপাশি ভোরবেলার ট্রেন ধরে যে সমস্ত তৃণমূল কর্মী-সমর্থকরা শিয়ালদহ স্টেশনে আসছেন, তারা যাতে খালি পেটে সভায় না যান, দলের তরফে তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক এবং জীবনকৃষ্ণ সাহা তত্ত্বাবধানে রয়েছেন। তাদের উদ্যোগেই আগত ধর্মতলাগামীদের খিচুড়ি ও ডিম খাওয়ানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here