চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ঠাকুরপুকুরের অভিজাত আবাসন ডায়মন্ড পার্কে বন্ধ ঘর থেকে থেকে এক জন মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। মৃতার বয়স ৩৫ বছর। ইএসআই হাসপাতালে আয়ার কাজ করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবারই ওই এলাকায় ভাড়া এসেছিলেন মৃত মহিলা। এলাকায় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়েরা। তাঁদেরও অনুমান মহিলাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তা স্পষ্ট নয়। শঙ্কর দাস নামে এক এলাকাবাসীর কথায়, ‘‘দুপুরে খুনের কথা শুনলাম। এসে দেখি ওই বাড়ির সামনে অনেক পুলিশ।’’ ঠাকুরপুকুরের ওই এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি বলেই জানান শঙ্কর ও অন্যান্য বাসিন্দারা। তাঁদের কথায়, ‘‘আমাদের এখানে এমন ঘটনা প্রথম। শুনেছি, স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা। তবে মৃতার স্বামী কোথায়, তা জানি না।’’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদেরও। ঘটনাস্থলে রয়েছেন ডেপুটি কমিশনার পদস্থ অফিসার। ফরেন্সিক বিশেষজ্ঞেরাও এসেছেন। নমুনা সংগ্রহ করার কাজ চলছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।