নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ সুদের টাকা আদায় করতে গিয়ে না পেয়ে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়ি এলাকায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দিনহাটার বাসিন্দা মায়া দাস প্রতিবেশী মজদুল হকের কাছে একটি সোনার আংটি রেখে পাঁচ হাজার টাকা ধার নেন। কিন্তু টাকা পরিশোধ করে আংটি ফেরত চাইলে মজদুল সুদের টাকা দাবী করলে মায়া দেবী সুদের টাকা দিতে রাজি হননি। এরপর মজদুল তার স্ত্রীকে নিয়ে মায়া দেবীর বাড়িতে যান। এরপর বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলার পর মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
মায়া দেবীর দাবী, ‘‘যখন মজদুল হককে আংটি দেওয়া হয়েছিল, তখন সে বলেছিল সুদের টাকা লাগবে না। আসল টাকা দিয়ে আংটি নিয়ে যাবেন। তাই টাকা জোগাড় করে আংটি আনতে গেলে অতিরিক্ত টাকা দাবী করেন। এখন সুদ বাবদ পনেরো হাজার টাকা দাবী করছেন। আর আংটিটা সম্ভবত বিক্রিও করে দিয়েছেন। তবে মায়া দেবী টাকা দিতে অস্বীকার করায় মজদুল স্ত্রীকে নিয়ে তার বাড়িতে ঢুকে মায়া দেবী সহ তার স্বামী ও মেয়েকেও মারধর করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পর মায়া দেবীর স্বামী সাহেবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ মজদুলকে গ্রেফতার করেন। আর সেই সাথে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।